সংবাদ শিরোনাম ::
বললেন নাহিদ ইসলাম
বাজেটে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা নেই

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাজেটে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা নেই।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এসময় নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সময়ের যেসব অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে। আমরা যে বৈষম্যহীন সমাজের ভিশনের কথা বলতেছি, এ বাজেটের মধ্য দিয়ে সেটা আসেনি।
তিনি বলেন, এক বছরের জন্য বাজেট বাস্তবভিত্তিক হলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেটির পূর্ণ প্রতিফলন ঘটেনি।