ঝিকরগাছার নাভারণ ইউনিয়নে শাহাদাৎ বার্ষিকী পালিত

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ জুন) বিকেলে নাভারণ পুরাতন বাজারে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জহুরুল আলন লিন্টু, আলহাজ্ব নুরুজ্জামান কনক, হায়দার আলী, আমির হোসেন মেম্বার, সদস্য ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওহাব টিক্কা, রবিউল ইসলাম মিলন, সাবেক ছাত্রনেতা হারুন অর রশীদ, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন রাজিব, ছাত্রদল নেতা ফাহিম হাসান সেলিম, শিহাব আহম্মেদ নিরব প্রমুখ।
অপরদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর ও সদস্য সচিব তানভির হোসেন চয়নের নেতৃত্বে কলেজে ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ ফারাহ্ বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল আলম, সদস্য বিপুল হোসেন, এস এম সাগর মাহামুদের নেতৃত্বে হাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইউনিয়নের ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও একটি স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী সংক্রান্ত বই বিতরণ করা হয়েছে।