মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কৃষকদলের আলোচনা

- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর মোরেলগঞ্জের বাসভবনের নিচতলায় উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুস্টিত হয়।
উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা, বাগেরহাট জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম,পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সামাদ হোসেন ফকির, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাদিক শিকদার,পৌর কৃষকদলের সভাপতি ইব্রাহিম হাওলাদার,সাধারণ সম্পাদক এইচ এম শহিউজ্জমান,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন লাভলু,উপজেলা মৎসজিবীদল সভাপতি লাভলু মুন্সি, উপজেলা কৃষকদল সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সহ কৃষকদলের অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা শহীদ জিয়ার জীবনাদর্শ নিয়ে আলোচনা এবং বাগেরহাট – ৪ আসনে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর দীর্ঘ ১৭ বছরের দলের রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরেন।