সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা মুরাদ হোসেন (৪৪) নিহত হয়েছেন। তিনি অগ্রণী ব্যাংক ঝিকরগাছা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সে, চৗগাছা উপজেলার নারায়নপুর স্কুলপাড়া এলাকার মোহাম্মদ মোসলেমের ছেলে।
ঘটনাটি ঘটে, শুক্রবার (৩ মে) সকালে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রিদেয়ারা গ্রামে।
জানাগেছে, বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঝিকরগাছায় যাওয়ার পথিমধ্যে আমতলা নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। মুরাদ মোটরসাইকেল থেকে সিটকে রোডের উপর পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার-পূর্বক চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।