৬ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন, মারা গেছে একটি হরিণ

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে দুবলারচরে একটি হরিণ মারা গেছে। শেলারচরে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এবং অমাবস্যার জোয়ারে বৃহস্পতিবার (২৯ মে) সকালে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ৫-৬ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কর্মকর্তা রানা দেব জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অমাবস্যার জোয়ারে স্বাভাবিকের তুলনায় ৫-৬ ফুট উঁচু জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়েছে। এতে সুন্দরবনের বিভিন্ন টহল ফাঁড়ির অফিস ও ব্যারাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানির তীব্র স্রোতে শেলারচর থেকে একটি হরিণ ভেসে যাওয়ার সময় বনরক্ষীরা সেটি উদ্ধার করেন এবং পরে তা সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।

পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্দুস সবুর বলেন, জোয়ারের জলোচ্ছ্বাসে কটকার বন ৪-৫ ফুট পানিতে তলিয়ে যায়। এ সময় অনেক হরিণ কটকা ফরেস্ট অফিসের পুকুরপাড় সহ উঁচু জায়গায় উঠে নিরাপদ আশ্রয় নেয়। তিনি জানান, সেখানে কোনো হরিণ মারা যায়নি।

পূর্ব সুন্দরবন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বাংলা টাইমসকে বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় বৃহস্পতিবার সকালে সাগরের জোয়ারে সুন্দরবন ৫-৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। দুপুরে দুবলারচর থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আর কোনো মৃত হরিণ পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।