ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে অনাস্থা ৮ পরিচালকের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে ৮ জন পরিচালক অনাস্থা জানিয়েছেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জানিয়েছে।

জানা গেছে, বুধবার (২৮ মে) ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি লিখিত চিঠি দিয়েছেন এই আট পরিচালক। সেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়।

পরিচালকদের মধ্যে অনেকেই এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কিছু বলতে চাননি। কেউ কেউ ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গেছেন। এক পরিচালক অবশ্য স্পষ্ট করেই বলেন, “নো কমেন্ট মানেই বুঝে নেন, এমন কিছু হয়েছে। আকরাম খান ছাড়া আমরা বাকি সবাই অনাস্থা জানিয়েছি। ”

পরে সেই আলোচিত চিঠিটি প্রকাশ্যে আসে, যেখান থেকে জানা যায়, বোর্ড পরিচালকদের মধ্যে অনাস্থা জানিয়ে চিঠি লিখেছেন- নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব উল আলম, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মো. মনজুর আলম ও মো. সালাহউদ্দিন চৌধুরী। একমাত্র আকরাম খান স্বাক্ষর করেননি।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) দেশের একটি গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানান, বিসিবি সভাপতির পদ ছাড়বেন না তিনি। তিনি জানান, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না। আমাকে বলা হয়েছে, সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না। কিন্তু কেন রাখতে চাইছে না, সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি।

এর আগে, জানা যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডেকে পাঠিয়ে ফারুককে জানিয়ে দেন, তাকে আর ‘কন্টিনিউ’ করাতে চান না।’

ফারুক এ বিষয়ে বলেন, ‘উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা ‘কন্টিনিউ’ করাতে চান না।’

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসানের বোর্ডে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়া হয়।

তাদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনকে এনএসসি তাদের নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে অনাস্থা ৮ পরিচালকের

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে ৮ জন পরিচালক অনাস্থা জানিয়েছেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জানিয়েছে।

জানা গেছে, বুধবার (২৮ মে) ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি লিখিত চিঠি দিয়েছেন এই আট পরিচালক। সেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়।

পরিচালকদের মধ্যে অনেকেই এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কিছু বলতে চাননি। কেউ কেউ ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গেছেন। এক পরিচালক অবশ্য স্পষ্ট করেই বলেন, “নো কমেন্ট মানেই বুঝে নেন, এমন কিছু হয়েছে। আকরাম খান ছাড়া আমরা বাকি সবাই অনাস্থা জানিয়েছি। ”

পরে সেই আলোচিত চিঠিটি প্রকাশ্যে আসে, যেখান থেকে জানা যায়, বোর্ড পরিচালকদের মধ্যে অনাস্থা জানিয়ে চিঠি লিখেছেন- নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব উল আলম, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মো. মনজুর আলম ও মো. সালাহউদ্দিন চৌধুরী। একমাত্র আকরাম খান স্বাক্ষর করেননি।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) দেশের একটি গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানান, বিসিবি সভাপতির পদ ছাড়বেন না তিনি। তিনি জানান, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না। আমাকে বলা হয়েছে, সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না। কিন্তু কেন রাখতে চাইছে না, সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি।

এর আগে, জানা যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডেকে পাঠিয়ে ফারুককে জানিয়ে দেন, তাকে আর ‘কন্টিনিউ’ করাতে চান না।’

ফারুক এ বিষয়ে বলেন, ‘উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা ‘কন্টিনিউ’ করাতে চান না।’

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসানের বোর্ডে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়া হয়।

তাদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনকে এনএসসি তাদের নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক।