গরমে বাড়বে অস্বস্তি, ঢাকার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২০ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (২৬ মে) আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তবে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকায় দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। এ সময়ে বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা না থাকলেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে দিনের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তথ্যমতে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উপরের পাঁচ বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সারা দেশের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, দিন ও রাত-উভয় সময়ের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এর আগের দিন, রবিবার, রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।