ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাট কারাগার

কারাগারে ধারন ক্ষমতার চারগুণ বন্দি, মামলা ও গ্রেফতারের সংখ্যা বাড়ছে

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে চার গুণ বন্দি বেশি রয়েছে। এর ফলে বন্দি ও কয়েদিদের স্বাভাবিক থাকতে হিমসিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের।

কারা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠিত জয়পুরহাট জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৮.৬০২ একর। এর মধ্যে ৩.০২ একর রয়েছে কারাভ্যন্তরে এবং অবশিষ্ট ৫.৫৮২৫ একর পেরিমিটার ওয়ালের বাইরে। কারাগারটির অনুমোদিত ধারণক্ষমতা মাত্র ১২৭ জন। কিন্তু বর্তমানে বন্দি রয়েছেন ৫১৪ জন, যার মধ্যে পুরুষ ৪৯৯ জন ও নারী ১৫ জন।

অনুমোদিত সংখ্যা ছিল যথাক্রমে পুরুষ ১১৫ নারী১২ জন। প্রতিদিন গড়ে ১২-১৩ জন নতুন আসামি কারাগারে প্রবেশ করছেন, আর জামিনে মুক্তি পাচ্ছেন গড়ে ৯-১০ জন। মামলার সংখ্যা ও গ্রেফতারের হার বৃদ্ধি পাওয়ায় বন্দির চাপ দিন দিন বেড়ে চলেছে।

এ অবস্থায় বন্দিদের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কারাগারের অবকাঠামো সম্প্রসারণ ও বন্দি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জয়পুরহাট কারাগারের জেলার মোশফিকুর রহমান জানান, বর্তমানে জয়পুরহাট কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বন্দি রয়েছে।

তিনি আরও জানান, কারাগারে নতুন করে ৩ একর জমি অধিগ্রহণ করার কাজ চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে অবকাঠামো বৃদ্ধি করা হলে বন্দি ম্যানেজমেন্টের সমস্যা সমাধান হবে আশা করা যাচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট কারাগার

কারাগারে ধারন ক্ষমতার চারগুণ বন্দি, মামলা ও গ্রেফতারের সংখ্যা বাড়ছে

সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

জয়পুরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে চার গুণ বন্দি বেশি রয়েছে। এর ফলে বন্দি ও কয়েদিদের স্বাভাবিক থাকতে হিমসিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের।

কারা সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ১৯ অক্টোবর প্রতিষ্ঠিত জয়পুরহাট জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৮.৬০২ একর। এর মধ্যে ৩.০২ একর রয়েছে কারাভ্যন্তরে এবং অবশিষ্ট ৫.৫৮২৫ একর পেরিমিটার ওয়ালের বাইরে। কারাগারটির অনুমোদিত ধারণক্ষমতা মাত্র ১২৭ জন। কিন্তু বর্তমানে বন্দি রয়েছেন ৫১৪ জন, যার মধ্যে পুরুষ ৪৯৯ জন ও নারী ১৫ জন।

অনুমোদিত সংখ্যা ছিল যথাক্রমে পুরুষ ১১৫ নারী১২ জন। প্রতিদিন গড়ে ১২-১৩ জন নতুন আসামি কারাগারে প্রবেশ করছেন, আর জামিনে মুক্তি পাচ্ছেন গড়ে ৯-১০ জন। মামলার সংখ্যা ও গ্রেফতারের হার বৃদ্ধি পাওয়ায় বন্দির চাপ দিন দিন বেড়ে চলেছে।

এ অবস্থায় বন্দিদের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কারাগারের অবকাঠামো সম্প্রসারণ ও বন্দি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জয়পুরহাট কারাগারের জেলার মোশফিকুর রহমান জানান, বর্তমানে জয়পুরহাট কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বন্দি রয়েছে।

তিনি আরও জানান, কারাগারে নতুন করে ৩ একর জমি অধিগ্রহণ করার কাজ চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে অবকাঠামো বৃদ্ধি করা হলে বন্দি ম্যানেজমেন্টের সমস্যা সমাধান হবে আশা করা যাচ্ছে বলে জানান তিনি।