সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নওগাঁয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে নওগাঁর রানীনগর আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সেনা প্রধানের দিক নির্দেশনায় এই চিকিৎসা কার্যক্রম ১১ পদাতিক ডিভিশন তত্ত্বাবধানে ২৫ অ্যাম্বুলেন্স ও ৪ ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে বেলা ৩ তিনটা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় বগুড়া মাঝিড়া সি এম এইচ এর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গাইনি, মেডিসিন, অসহায় ও দরিদ্র শিশু চক্ষু, ও চর্ম রোগীদের বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী ক্যাম্পের প্রায় প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।