ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের তিন বছর পর চেয়ারম্যান হলেন মিলন

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় তিন বছর পর ট্রাইব্যুনালের রায়ে চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মাহবুর আলম মিলন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক সোনালী রানী উপাধ্যায় এই রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ ৪ হাজার ৩৩৭ ভোট পেয়ে ১১৯ ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী ঘোষণা করেন আদালত।

মাহবুর আলম মিলন মোহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমানকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় অনিয়ম ও বেআইনি কার্যকলাপের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মাহবুর আলম মিলন আদালতে মামলা করেন।

রায়ে উল্লেখ করা হয়, আতাউর রহমানের বিজয় অবৈধভাবে অর্জিত হয়েছে। তাই তার চেয়ারম্যান পদ বাতিল এবং ২০২২ সালের ৮ জানুয়ারির গেজেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে মাহবুর আলম মিলনের নামে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর মিলনের সমর্থকদের মধ্যে আনন্দ ও উল্লাস লক্ষ্য করা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুর আলম মিলন বলেন, এই রায় প্রমাণ করেছে জনগণের রায়ই শেষ কথা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনের তিন বছর পর চেয়ারম্যান হলেন মিলন

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় তিন বছর পর ট্রাইব্যুনালের রায়ে চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মাহবুর আলম মিলন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক সোনালী রানী উপাধ্যায় এই রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ ৪ হাজার ৩৩৭ ভোট পেয়ে ১১৯ ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী ঘোষণা করেন আদালত।

মাহবুর আলম মিলন মোহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমানকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় অনিয়ম ও বেআইনি কার্যকলাপের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মাহবুর আলম মিলন আদালতে মামলা করেন।

রায়ে উল্লেখ করা হয়, আতাউর রহমানের বিজয় অবৈধভাবে অর্জিত হয়েছে। তাই তার চেয়ারম্যান পদ বাতিল এবং ২০২২ সালের ৮ জানুয়ারির গেজেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে মাহবুর আলম মিলনের নামে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর মিলনের সমর্থকদের মধ্যে আনন্দ ও উল্লাস লক্ষ্য করা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুর আলম মিলন বলেন, এই রায় প্রমাণ করেছে জনগণের রায়ই শেষ কথা।