বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদক ও দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক ও দূর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে। এজন্য কোস্টগার্ড, র্যাব, বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্টি কর্তৃপক্ষ কাজ করছে।
শনিবার (১৭ মে) দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুন্দরবনের কোন সন্ত্রাসী তৎপরতা চলতে দেয়া হবে না। সুন্দরবনে নতুন করে তৎপরতা শুরু করা বনদস্যুদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর বয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত একমাত্র বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে স্থাপনের মাধ্যমে কোস্টগার্ডের পাশিাপাশি নৌবাহিনী, বিজিবি, মোংলা বন্দর, নৌপুলিশ, বনবিভাগ ও বিআইডব্লিইটিএর ২০ মিটার দৈর্ঘের নৌযানসমুহ ডকিং ও মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মোংলা বন্দর, পুলিশ, নৌপুলিশ, বনবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।