ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে একবছর ধর্ষণ! মামলা তুলে নিতে হুমকি

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে (২৮) নামের যুবতীকে একবছর যাবত ধর্ষণ মামলার আসামী মোঃ কৌশিক ওরফে আতিকুল ইসলামকে (৩২), গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর থেকে যুবতী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে আসামীর পরিবার ও তাদের লোকজন বলে অভিযোগ যুবতীর।

গ্রেফতার মোঃ কৌশিক ওরফে আতিকুল ইসলাম (৩২) মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া (বল্লভগঞ্জ), এলাকার আরমান আলীর ছেলে।

ধর্ষিতা জানায়, একই অফিসের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিল আসামী কৌশিক। সেই সুবাদে তার সাথে আমার পরিচয় হয় এবং বিবাদী আমাকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর ধীরে ধীরে বিবাদীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আমার ভাড়া বাসার গেটে এসে ফোন দিয়ে বিয়ের বিষয়ে কথা আছে বলে জানায় কৌশিক। ওই সময় আমি সরল বিশ্বাসে আমার বাড়ির গেট খুলে দিলে বিবাদী বাড়ির ভিতরে আমার শয়ন কক্ষে প্রবেশ করে এবং আলোচনার একপর্যায়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে সে আমার সাথে ওয়াদা করে বলে খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে করবে। কিন্তু এভাবে মাসের পর মাস বছর অতিবাহিত হয়। সে আমার বাসায় নিয়মিত যাতায়াত করে। কিন্তু বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়।

সর্বশেষ গত ৩ এপ্রিল আসামী সর্বশেষ আমার সঙ্গে শারীরিক সম্পর্ক (ধর্ষণ) করে। সম্পর্ক চলাকালীন সময় আসামী বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময়ে আমার কাছে থেকে আড়াই লাখ টাকা গ্রহণ করে। এছাড়াও সে আমার নিজ নামীয় অগ্রণী ব্যাংকে (নগর ভবন শাখা, রাজশাহী, যাহার একাউন্ট নম্বর-০২০০০২১৪৯৬৩২৭) একাউন্ট খুলে স্বামী পরিচয় দিয়ে আমার একাউন্টের নমিনী হয়। গত ২ মে আমার মোবাইল নং ব্লক লিস্টে রেখে দেয়। গত ৮ মে গোপনে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে ধর্ষণ ও প্রতারণার মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ গত বৃহস্পতিবার (৮ মে) আমি বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলা নং-০৯। মামলার পর গত বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল আসামী কৌশিককে নগরীর বর্নালী এলাকা থেকে গ্রেফতার করে। ওইদিন আমার বারার বাড়ি গিয়ে আসামীর বাবা-মা, আমার মা-বাবাকে দুই দফা মামলা তুলে নিতে হুমকি প্রদান করে। বর্তমানে আসামী পরিবার ও তাদের লোকজনের হুমকিতে আমি নিরাপত্তা হিনতায় ভুগছি বলেও জানান নির্যাতিতা।

এ ব্যপারে জানতে চাইলে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিহার রহমান জানান, ভুক্তভোগী নারীকে হুমকির বিষয়ে আমি অবগত নই। থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের প্রলোভনে একবছর ধর্ষণ! মামলা তুলে নিতে হুমকি

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে (২৮) নামের যুবতীকে একবছর যাবত ধর্ষণ মামলার আসামী মোঃ কৌশিক ওরফে আতিকুল ইসলামকে (৩২), গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের পর থেকে যুবতী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে আসামীর পরিবার ও তাদের লোকজন বলে অভিযোগ যুবতীর।

গ্রেফতার মোঃ কৌশিক ওরফে আতিকুল ইসলাম (৩২) মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া (বল্লভগঞ্জ), এলাকার আরমান আলীর ছেলে।

ধর্ষিতা জানায়, একই অফিসের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিল আসামী কৌশিক। সেই সুবাদে তার সাথে আমার পরিচয় হয় এবং বিবাদী আমাকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর ধীরে ধীরে বিবাদীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আমার ভাড়া বাসার গেটে এসে ফোন দিয়ে বিয়ের বিষয়ে কথা আছে বলে জানায় কৌশিক। ওই সময় আমি সরল বিশ্বাসে আমার বাড়ির গেট খুলে দিলে বিবাদী বাড়ির ভিতরে আমার শয়ন কক্ষে প্রবেশ করে এবং আলোচনার একপর্যায়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে সে আমার সাথে ওয়াদা করে বলে খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ে করবে। কিন্তু এভাবে মাসের পর মাস বছর অতিবাহিত হয়। সে আমার বাসায় নিয়মিত যাতায়াত করে। কিন্তু বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়।

সর্বশেষ গত ৩ এপ্রিল আসামী সর্বশেষ আমার সঙ্গে শারীরিক সম্পর্ক (ধর্ষণ) করে। সম্পর্ক চলাকালীন সময় আসামী বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময়ে আমার কাছে থেকে আড়াই লাখ টাকা গ্রহণ করে। এছাড়াও সে আমার নিজ নামীয় অগ্রণী ব্যাংকে (নগর ভবন শাখা, রাজশাহী, যাহার একাউন্ট নম্বর-০২০০০২১৪৯৬৩২৭) একাউন্ট খুলে স্বামী পরিচয় দিয়ে আমার একাউন্টের নমিনী হয়। গত ২ মে আমার মোবাইল নং ব্লক লিস্টে রেখে দেয়। গত ৮ মে গোপনে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে ধর্ষণ ও প্রতারণার মাধ্যমে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ গত বৃহস্পতিবার (৮ মে) আমি বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলা নং-০৯। মামলার পর গত বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল আসামী কৌশিককে নগরীর বর্নালী এলাকা থেকে গ্রেফতার করে। ওইদিন আমার বারার বাড়ি গিয়ে আসামীর বাবা-মা, আমার মা-বাবাকে দুই দফা মামলা তুলে নিতে হুমকি প্রদান করে। বর্তমানে আসামী পরিবার ও তাদের লোকজনের হুমকিতে আমি নিরাপত্তা হিনতায় ভুগছি বলেও জানান নির্যাতিতা।

এ ব্যপারে জানতে চাইলে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিহার রহমান জানান, ভুক্তভোগী নারীকে হুমকির বিষয়ে আমি অবগত নই। থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।