আদমদীঘিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হালিম, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, শিক্ষার্থী সিজ্জাতুল, ফাহাদ, আনানসহ আরো অনেকে।
চাপাইনবয়াবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা থেকে আগত আদমদীঘি উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের স্থলাভিষিক্ত হন।
এ সময় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।