কোটি টাকা মূল্যের কষ্ঠিপাথরসহ যুবক আটক

- সংবাদ প্রকাশের সময় : ১২:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারীর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে উপজেলার পামুলি ইউনিয়নের মাদারের ঝার এলাকার আবু বক্কর সিদ্দিককে মূর্তি সহ আটক করে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকার মো. মুকুলের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীককে আটক করা হয়। মুকুল ও ছিদ্দীক সম্পর্কে জামাই-শ্বশুর।
আবু বক্কর ছিদ্দীক ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিটি নিয়ে আসেন তার শ্বশুর বাড়িতে। উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে র্যাব অভিযান পরিচালনা করলে বিষয়টি বুঝতে পেরে ছিদ্দীক একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তুাসহ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে বস্তা থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ হাজার টাকা।
এ ঘটনায় নীলফামারী র্যাব ১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদি হয়ে আবু বক্কর ছিদ্দীকের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি,১-এ ধারায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেন।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, শুক্রবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।