ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রুয়েটে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

সোহরাব হোসনে সৌরভ রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আন্দোলনকারীরা। বুধবার (১৪ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তারা রুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন।

প্রায় ৩০ মিনিট ধরে চলা এই অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও অযোগ্যদের নিয়োগ বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, রুয়েটে প্রভাব খাটিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে।

বিক্ষোভের ফলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

পরে প্রশাসনের অনুরোধে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এ ঘটনায় রুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রুয়েটে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আন্দোলনকারীরা। বুধবার (১৪ মে) বেলা ১১টা ১৫ মিনিটে তারা রুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন।

প্রায় ৩০ মিনিট ধরে চলা এই অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও অযোগ্যদের নিয়োগ বাতিলের দাবি জানান। তাদের অভিযোগ, রুয়েটে প্রভাব খাটিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে।

বিক্ষোভের ফলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

পরে প্রশাসনের অনুরোধে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এ ঘটনায় রুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।