ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘আশ্রয়ণ থেকে অট্টালিকা’ ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ

আজিজুল হক সরকার,ফুলবাড়ী
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৫১৮ বার পড়া হয়েছে

0-4608x2602-0-0#

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৯৫ সালে যাত্রা শুরু করা জরাজীর্ণ পরিত্যক্ত বালিকা উচ্চ বিদ্যালয়  বিল্ডিং থেকে আজকের এই দৃষ্টিনন্দন অট্টালিকা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ। ২৫ বছর পার করে করোনার কারণে ৩০ বছরে এসে রজতজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। অনুষ্ঠান হবে ৮ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী, সাবেক জাতীয় সংসদ সদস্য  ও জাতীয় নির্বাহী কমিটি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিএনপি’র সদস্য এ জেড এম রেজওয়ানুল হক,  ফুলবাড়ী উপজেলা  নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। 

 অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. খুরশিদ আলম। 

0-4608×2602-0-0#

সে উপলক্ষে রজতজয়ন্তীর নয়নাভিরাম সাজে সেজেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাস চত্বর।বিভিন্ন ফুলের সুঘ্রাণে মোহিত করেছে ক্যাম্পাসকে, রংবেরঙের ফুলের বাহার,টাইলস বসানো দৃষ্টিনন্দন পান্থপথ, এই পথকে আরো সুরক্ষিত করেছে  সোন্দর্যমন্ডিত বিভিন্ন রঙের  ছোট্ট প্রাচীর,কলেজের প্রবেশদ্বার দিয়ে সোজা পশ্চিম দিকে দেখা যাবে পুকুর, সেই পুকুরে চাষের মাছ, রংবেরঙের একুরিয়াম মাছ,  পুকুরের উপর আর্টিফিশিয়াল দৃষ্টিনন্দন সেতু, পাশেই এক্সক্লুসিভ মন মাতানো মঞ্চ, তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল, কলেজ ভবনের সারা শরীরজুড়ে দেখা যাচ্ছে চিত্ত হরণ করা নতুনত্বের ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলেই চোখে পড়বে মনোমুগ্ধকর আলোকসজ্জা। ইতোমধ্যেই  নবীন- প্রবীণ  শিক্ষার্থী,  দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠেছে কলেজের ক্যাম্পাস। 

কলেজ শিক্ষার্থীদের সমবেত করতে কলেজ কর্তৃপক্ষ নিয়েছেন নানা উদ্যোগ। নবীন প্রবীণের মহামিলন মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানের সকাল বেলা শুরু হয় রংবেরঙের র্যালি। আলোচনা সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, রজত জয়ন্তীর বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যা। 

ঢাকা থেকে আসছেন চ্যানেল আই সেরা কন্ঠের কণ্ঠশিল্পী  লুইপা, প্লে ব্যাক সিঙ্গার মোমেন  বিশ্বাস, ক্ষুদেগানরাজ স্মরণ, রংপুর থেকে আসবেন ফোক গানের কয়েকজন শিল্পী,সময় থাকলে স্থানীয়ভাবেও কয়েকজন শিল্পী গান গাইবেন। 

থাকবে কলেজ সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি। তাতে থাকবে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ক্যাম্পাস নানা বিষয় নিয়ে বিচিত্র ধরনের অনুষ্ঠানাদির প্রামাণ্যচিত্র। 

0-4608×2602-0-0#

থাকবে কলেজের রজত জয়ন্তী উপলক্ষে উন্নত কাগজ এবং মোড়কে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য ম্যাগাজিন ‘স্পন্দন’। ১৮৪ পৃষ্ঠার এই ম্যাগাজিনে থাকবে সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ স্মৃতিচারণ, বরেণ্য ব্যক্তিদের বাণী, স্থানীয় বিজ্ঞাপন, কলেজ শিক্ষক এবং স্টাফ পরিচিতি, স্মৃতি হাতড়ানো ছবি, সাথে নবীন প্রবীণ ছাত্রীদের পরিচয় এবং পরিচিতি। 

রজত জয়ন্তীর এই মহামিলন মেলার অনুষ্ঠানকে সুশৃংখল এবং  আকর্ষণীয় করতে কলেজ থেকে অনেকগুলো কমিটি এবং  উপকমিটি  করা হয়েছে। এরমধ্যে কার্যনির্বাহী কমিটি, প্রচার প্রচারণা ও যোগাযোগ উপ কমিটি, রেজিস্ট্রেশন উপকমিটি, অর্থ ক্রয় উপ কমিটি, অভ্যর্থনা উপকমিটি, আইন শৃঙ্খলা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, সংস্কৃতিক উপকমিটি এবং স্মরণিকা উপকমিটি। 

আইন শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষার স্বার্থে রাখা হচ্ছে আনসার বাহিনী। তারা দিনভর সুরক্ষার কাজে নিয়োজিত থাকবেন। 

 আসন্ন রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন  সম্পর্কে কলেজের অধ্যক্ষ মো.খুরশিদ আলম  বলেন, অনেকদিন থেকে আমরা কলেজের

 স্টাফসহ চিন্তাভাবনা করেছি রজতজয়ন্তী অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণভাবে করার। মাঝে বৈশ্বিক করোনার  কারণে ২৫ বছরে করতে পারিনি। আয়োজন করতে কলেজের বয়স ৩০ বছর হয়ে গেছে।নবীন প্রবীণ শিক্ষার্থীদের মহামিলন মেলায় পরিণত হবে সেদিন।তারা বিভিন্ন জায়গা থেকে পরিবার-পরিজন নিয়ে আসবেন।  ঢাকা এবং রংপুর থেকে বিনোদনের জন্য শিল্পীরা আসছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আসছেন। আশা করি অনুষ্ঠানটি গোছানো এবং সুশৃংখলভাবে করতে পারব। শিক্ষার্থীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকতে আহ্বান জানাচ্ছি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আশ্রয়ণ থেকে অট্টালিকা’ ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

১৯৯৫ সালে যাত্রা শুরু করা জরাজীর্ণ পরিত্যক্ত বালিকা উচ্চ বিদ্যালয়  বিল্ডিং থেকে আজকের এই দৃষ্টিনন্দন অট্টালিকা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ। ২৫ বছর পার করে করোনার কারণে ৩০ বছরে এসে রজতজয়ন্তী উৎসব পালিত হচ্ছে। অনুষ্ঠান হবে ৮ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী, সাবেক জাতীয় সংসদ সদস্য  ও জাতীয় নির্বাহী কমিটি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিএনপি’র সদস্য এ জেড এম রেজওয়ানুল হক,  ফুলবাড়ী উপজেলা  নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। 

 অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. খুরশিদ আলম। 

0-4608×2602-0-0#

সে উপলক্ষে রজতজয়ন্তীর নয়নাভিরাম সাজে সেজেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাস চত্বর।বিভিন্ন ফুলের সুঘ্রাণে মোহিত করেছে ক্যাম্পাসকে, রংবেরঙের ফুলের বাহার,টাইলস বসানো দৃষ্টিনন্দন পান্থপথ, এই পথকে আরো সুরক্ষিত করেছে  সোন্দর্যমন্ডিত বিভিন্ন রঙের  ছোট্ট প্রাচীর,কলেজের প্রবেশদ্বার দিয়ে সোজা পশ্চিম দিকে দেখা যাবে পুকুর, সেই পুকুরে চাষের মাছ, রংবেরঙের একুরিয়াম মাছ,  পুকুরের উপর আর্টিফিশিয়াল দৃষ্টিনন্দন সেতু, পাশেই এক্সক্লুসিভ মন মাতানো মঞ্চ, তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল, কলেজ ভবনের সারা শরীরজুড়ে দেখা যাচ্ছে চিত্ত হরণ করা নতুনত্বের ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলেই চোখে পড়বে মনোমুগ্ধকর আলোকসজ্জা। ইতোমধ্যেই  নবীন- প্রবীণ  শিক্ষার্থী,  দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠেছে কলেজের ক্যাম্পাস। 

কলেজ শিক্ষার্থীদের সমবেত করতে কলেজ কর্তৃপক্ষ নিয়েছেন নানা উদ্যোগ। নবীন প্রবীণের মহামিলন মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানের সকাল বেলা শুরু হয় রংবেরঙের র্যালি। আলোচনা সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, রজত জয়ন্তীর বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যা। 

ঢাকা থেকে আসছেন চ্যানেল আই সেরা কন্ঠের কণ্ঠশিল্পী  লুইপা, প্লে ব্যাক সিঙ্গার মোমেন  বিশ্বাস, ক্ষুদেগানরাজ স্মরণ, রংপুর থেকে আসবেন ফোক গানের কয়েকজন শিল্পী,সময় থাকলে স্থানীয়ভাবেও কয়েকজন শিল্পী গান গাইবেন। 

থাকবে কলেজ সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি। তাতে থাকবে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ক্যাম্পাস নানা বিষয় নিয়ে বিচিত্র ধরনের অনুষ্ঠানাদির প্রামাণ্যচিত্র। 

0-4608×2602-0-0#

থাকবে কলেজের রজত জয়ন্তী উপলক্ষে উন্নত কাগজ এবং মোড়কে সমৃদ্ধ এবং বর্ণাঢ্য ম্যাগাজিন ‘স্পন্দন’। ১৮৪ পৃষ্ঠার এই ম্যাগাজিনে থাকবে সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ স্মৃতিচারণ, বরেণ্য ব্যক্তিদের বাণী, স্থানীয় বিজ্ঞাপন, কলেজ শিক্ষক এবং স্টাফ পরিচিতি, স্মৃতি হাতড়ানো ছবি, সাথে নবীন প্রবীণ ছাত্রীদের পরিচয় এবং পরিচিতি। 

রজত জয়ন্তীর এই মহামিলন মেলার অনুষ্ঠানকে সুশৃংখল এবং  আকর্ষণীয় করতে কলেজ থেকে অনেকগুলো কমিটি এবং  উপকমিটি  করা হয়েছে। এরমধ্যে কার্যনির্বাহী কমিটি, প্রচার প্রচারণা ও যোগাযোগ উপ কমিটি, রেজিস্ট্রেশন উপকমিটি, অর্থ ক্রয় উপ কমিটি, অভ্যর্থনা উপকমিটি, আইন শৃঙ্খলা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, সংস্কৃতিক উপকমিটি এবং স্মরণিকা উপকমিটি। 

আইন শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষার স্বার্থে রাখা হচ্ছে আনসার বাহিনী। তারা দিনভর সুরক্ষার কাজে নিয়োজিত থাকবেন। 

 আসন্ন রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন  সম্পর্কে কলেজের অধ্যক্ষ মো.খুরশিদ আলম  বলেন, অনেকদিন থেকে আমরা কলেজের

 স্টাফসহ চিন্তাভাবনা করেছি রজতজয়ন্তী অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণভাবে করার। মাঝে বৈশ্বিক করোনার  কারণে ২৫ বছরে করতে পারিনি। আয়োজন করতে কলেজের বয়স ৩০ বছর হয়ে গেছে।নবীন প্রবীণ শিক্ষার্থীদের মহামিলন মেলায় পরিণত হবে সেদিন।তারা বিভিন্ন জায়গা থেকে পরিবার-পরিজন নিয়ে আসবেন।  ঢাকা এবং রংপুর থেকে বিনোদনের জন্য শিল্পীরা আসছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আসছেন। আশা করি অনুষ্ঠানটি গোছানো এবং সুশৃংখলভাবে করতে পারব। শিক্ষার্থীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকতে আহ্বান জানাচ্ছি।