অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রোল পাম্প, ভোগান্তিত

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় রাজশাহী, রংপুর বিভাগের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের সকল পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট পালন করছেন পেট্রোল পাম্প মালিকরা।
পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন জ্বালানি নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি তেল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে।
পেট্রোল পাম্প মালিকরা জানান, জেলায় ৩০ টি পেট্রোল রয়েছে। সবগুলোই সকাল ৮ টাকা থেকে বন্ধ হয়ে যায়। এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। সেই সাথে অনেকেই তেল না পেয়ে ঘুরে যাচ্ছে।
আর তেল আসা চালক জানান, হঠাৎ করে তেল বন্ধ করায় ভোগান্তিতে পড়েছে অনেকেই। কোন ঘোষণা ছাড়াই এভাবে পাম্পগুলো বন্ধ করা ঠিক হয়নি। দ্রুত সমাধান করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারী) রাতে পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।