ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোদি-ট্রাম্প বৈঠকে গুরুত্ব পাবে ‘শুল্ক যুদ্ধ’

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শপথ নেয়ার দিনই কথা হয় ফোনে। এবার সামনাসামনি সাক্ষাতের পালা। খবর অনুযায়ী, চলতি মাসেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদি মুখোমুখি হচ্ছেন। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসার পর এই প্রথম দেখা হবে তাদের। নিঃসন্দেহে অত্যন্ত গুরপত্বপূর্ণ হতে চলেছে এই সাক্ষাৎ।

দুই দিনের প্যারিস সফর শেষে আমেরিকায় যাবেন মোদি। ১৩ তারিখ ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। হোয়াইট হাউজের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে ।

তাতে বলা হয়েছে, কোন কোন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের শপথগ্রহণের দু-এক সপ্তাহের মধ্যে আমেরিকা সফরে আসবেন, বৈঠক করবেন। সেই তালিকায় নাম রয়েছে মোদির। যদিও সফর নিয়ে বিদেশমন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চেষ্ট করা হচ্ছে যাতে দ্রুত মোদি-ট্রাম্প বৈঠকে করেন। সেখানে নিঃসন্দেহে শুল্ক যুদ্ধ নিয়েও কথা হবে। কথা হবে সামরিক অস্ত্র, চিনের ‘দাদাগিরি’র মতো বিষয় নিয়েও ।

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন দুদেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে। একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ত্র হস্তান্তর হয়েছে। এবারও নয়াদিল্লির পাখির চোখ মার্কিন সুম্পর্ক। তবে সেই লক্ষ্যপূরণের পথে বাধা হতে পারে শুল্কযুদ্ধ। দুজনের সাক্ষাতে সেই কাঁটা তুলে ফেলা যায় কি না, সেদিকে সকলেই নজর থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোদি-ট্রাম্প বৈঠকে গুরুত্ব পাবে ‘শুল্ক যুদ্ধ’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

শপথ নেয়ার দিনই কথা হয় ফোনে। এবার সামনাসামনি সাক্ষাতের পালা। খবর অনুযায়ী, চলতি মাসেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদি মুখোমুখি হচ্ছেন। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের মসনদে বসার পর এই প্রথম দেখা হবে তাদের। নিঃসন্দেহে অত্যন্ত গুরপত্বপূর্ণ হতে চলেছে এই সাক্ষাৎ।

দুই দিনের প্যারিস সফর শেষে আমেরিকায় যাবেন মোদি। ১৩ তারিখ ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি। হোয়াইট হাউজের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে ।

তাতে বলা হয়েছে, কোন কোন রাষ্ট্রপ্রধান ট্রাম্পের শপথগ্রহণের দু-এক সপ্তাহের মধ্যে আমেরিকা সফরে আসবেন, বৈঠক করবেন। সেই তালিকায় নাম রয়েছে মোদির। যদিও সফর নিয়ে বিদেশমন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চেষ্ট করা হচ্ছে যাতে দ্রুত মোদি-ট্রাম্প বৈঠকে করেন। সেখানে নিঃসন্দেহে শুল্ক যুদ্ধ নিয়েও কথা হবে। কথা হবে সামরিক অস্ত্র, চিনের ‘দাদাগিরি’র মতো বিষয় নিয়েও ।

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন দুদেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে। একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অস্ত্র হস্তান্তর হয়েছে। এবারও নয়াদিল্লির পাখির চোখ মার্কিন সুম্পর্ক। তবে সেই লক্ষ্যপূরণের পথে বাধা হতে পারে শুল্কযুদ্ধ। দুজনের সাক্ষাতে সেই কাঁটা তুলে ফেলা যায় কি না, সেদিকে সকলেই নজর থাকবে।