সংবাদ শিরোনাম ::
বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
ক্যাম্পাসের নিরাপদ পরিবেশ নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও বিভিন্ন মেয়াদে কয়েকজনকে বহিস্কার এবং সতর্ক ও হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুয়েটের অন্তত ২৫ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া ২৭ জনকে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, বুয়েটের অর্ডিন্যান্সের বিভিন্ন ধারা ভঙ্গ করার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটি ৪১টি মিটিং শেষে উপাচার্যকে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, শৃঙ্খলা কমিটিতে উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।