আত্রাই উপজেলায় ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই উপজেলার আহসানউল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার, মোঃকামাল হোসেন। এতে
সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন- মোঃআজিমুদ্দীন শিক্ষক আত্রাই পাইলট বালিকা বিদ্যালয়,মোঃহামিদুর রহমান বিপ্লব শুকাট কেডি স্কুল এন্ড কলেজ, মোঃইসমাইল হোসেন প্রধান শিক্ষক সুদরানা মাধ্যমিক বিদ্যালয়।
প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহন করে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র /ছাত্রী,মোছাঃরোকশানা খাতুন, রাব্বি হোসেন সহ প্রায় শতাধিক ছাত্র / ছাত্রী, উপস্থিত থেকে পুরস্কার গ্রহন করে।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃকামাল হোসেন বলেন,আজকের এই খেলায় যে সকল ছাত্র / ছাত্রী পুরস্কার পেয়েছো তারা আগামী দিনে আরও ভালো খেলোয়াড় হিসেবে আত্রাই সহ দেশের মূখ উজ্জ্বল করবে। খেলাধুলায় শরীর সুস্থ থাকে ও মানসিক বিকাশ ঘটে। যে সকল ছাত্র / ছাত্রী খেলায় বিজয়ী হতে পার নাই তারা ভালো করে অনুশীলন করবে, আগামী দিনে যেন ভালো ফলাফল বয়ে আনতে পার।শিক্ষার পাশাপাশি খেলাধূলা চালিয়ে যেতে হবে, একমাত্র খেলাধুলায় পারে একজন মানুষ কে মাদক মুক্ত রাখতে।দেশের প্রতিটা প্রান্তরে ভয়াল নিশার থাবায় যুব সমাজকে গ্রাস করে ফেলেছে। আমরা এই মাদককে সবাই না বলি এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ি।একটা রাষ্ট্র কে বিশ্বের কাছে অতি দ্রুত পরিচয় করিয়ে দেয় এক যুদ্ধের মাঝে না হয়,খেলাধুলার মাঝে। আমরা এই খেলার মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাই। এই হউক আমাদের অঙ্গিকার।