ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিরোপা ধরে রাখার মিশনে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয়বারের মতো শিরোপ ধরে রাখার মিশনে ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি ধরে রাখার সুযোগ পাচ্ছে তারা। তবে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে চিটাগাংয়েরও।

এজন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে খুলনা টাইগার্সকে। আগামী ৫ ফেব্রুয়ারি মেহেদি হাসান মিরাজের খুলনার বিপক্ষে মুখোমুখি হবে মোহাম্মদ মিঠুনের দল।

সোমবার ফাইনালে উঠতে বরিশালকে মিরপুরে ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম। এরপর ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম।

তাওহিদ হৃদয়ের সাথে ৫৫ রানের জুটি গড়েন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার আগে ৪ চারে করেন ২৯ রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১৬ বল হাতে রেখে পাওয়া জয়ের ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।

জয়ে হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৯৫ রানের অপরাজিত জুটি গড়েন। মালান ২ চার ও ১ ছয়ে ৩৪ রানে অপরাজিত থাকেন। এর আগে চিটাগাংকে বড় সংগ্রহ গড়তে দেননি বরিশালের পেসার মোহাম্মদ আলি।

বিপিএলের অভিষেকে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেননি পাকিস্তানি পেসার। অথচ, স্কোরটা আরও বড় হতে পারত চিটাগাংয়ের। শেষ ৪ উইকেট ৭ রানে হারায় চিটাগাং।

চিটাগাংয়ের শেষ ৪ উইকেটই নিয়েছেন আলি। এতে গড়েছেন অনন্য রেকর্ড। বিপিএলের ইতিহাসে এক ওভারে আর কোনো বোলার ৪ উইকেট নেননি। চিটাগাংয়ের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিরোপা ধরে রাখার মিশনে বরিশাল

সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

দ্বিতীয়বারের মতো শিরোপ ধরে রাখার মিশনে ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি ধরে রাখার সুযোগ পাচ্ছে তারা। তবে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে চিটাগাংয়েরও।

এজন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে খুলনা টাইগার্সকে। আগামী ৫ ফেব্রুয়ারি মেহেদি হাসান মিরাজের খুলনার বিপক্ষে মুখোমুখি হবে মোহাম্মদ মিঠুনের দল।

সোমবার ফাইনালে উঠতে বরিশালকে মিরপুরে ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল চট্টগ্রাম। এরপর ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম।

তাওহিদ হৃদয়ের সাথে ৫৫ রানের জুটি গড়েন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার আগে ৪ চারে করেন ২৯ রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
১৬ বল হাতে রেখে পাওয়া জয়ের ইনিংসটি সাজিয়েছেন ৯ চার ও ২ ছক্কায়।

জয়ে হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৯৫ রানের অপরাজিত জুটি গড়েন। মালান ২ চার ও ১ ছয়ে ৩৪ রানে অপরাজিত থাকেন। এর আগে চিটাগাংকে বড় সংগ্রহ গড়তে দেননি বরিশালের পেসার মোহাম্মদ আলি।

বিপিএলের অভিষেকে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেননি পাকিস্তানি পেসার। অথচ, স্কোরটা আরও বড় হতে পারত চিটাগাংয়ের। শেষ ৪ উইকেট ৭ রানে হারায় চিটাগাং।

চিটাগাংয়ের শেষ ৪ উইকেটই নিয়েছেন আলি। এতে গড়েছেন অনন্য রেকর্ড। বিপিএলের ইতিহাসে এক ওভারে আর কোনো বোলার ৪ উইকেট নেননি। চিটাগাংয়ের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি।