রাজশাহীতে প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রাজশাহী জজশীপ পরিদর্শনে এলে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার পক্ষে থেকে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা জজের চেম্বারে বিচারপতি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এসোসিয়েশন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা জজ গোলক চন্দ্র বিশ্বাস, মহানগর দায়রা জজ আল আসাদ মোঃ আশিফুজ্জামান ও রাজশাহীর বিভিন্ন পর্যায়ের বিচারক মন্ডলী।
প্রধান বিচারপতির সফর সঙ্গী হিসাবে ছিলেন সুপীম কোর্টের আপীল বিভাগের রেজিষ্টার মুহাঃ হাসানুজ্জামান, বিচারপতি মহোদয়ের একান্ত সচিব শরিফুল আলম ভুঁঞা, স্পেশাল অফিসার মোঃ মোয়াজ্জেম হোসাইন, সুপ্রীম কোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মোঃ শহিদুল ইসলাম।
পরবর্তীতে বিচারপতি বিভিন্ন কোর্ট পরিদর্শন করেন। এর আগে প্রধান বিচারপতি গ্রান্ড রিভারভিউ হোটেলে রাজশাহীতে ইউএনডিপি কর্তৃক আয়োজিত ঔঁফরপরধষ ওহফবঢ়বহফবহঃ ধহফ ঊভভরপরবহপু শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করেন।