চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র হরতালের সমর্থনে কর্মসূচি (ভিডিও)

- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা রোববার (২ ফেব্রুয়ারি) দেশব্যাপী আধাবেলা হরতালের সমর্থনে চট্টগ্রাম একে খান মোড়ে অবস্থান কর্মসূচি করেছে।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধ করে গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদে রাজাকার জঙ্গিবাদ পক্ষপাতদুষ্ট স্বৈরসরকারের পদচ্যুতির দাবিতে স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে গণতন্ত্র মানবাধিকার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার পূণরুদ্ধারের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। কিন্তু মীরজাফর চক্র জনগণের সংগ্রাম ছিনতাই করে রাষ্ট্র কুক্ষিগত করে গণতন্ত্র রুদ্ধ করে ফেলেছে। আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরন করেছে। আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে না দিয়ে বন্ধ করে গণতন্ত্র জবাই করছে।
একটা মীরজাফর চক্রের মদদে বাস্তবে দেশে জঙ্গিবাদ জল্লাদ মদুদিবাদ তালেবান রাজাকার সন্ত্রাসবাদ জামাত শয়তানের স্বৈরদস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।