গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল মামলার তদন্তে পিবিআই

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী হতে কর্মরত ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা
তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই)।
তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) গাইবান্ধার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও পলাশবাড়ী থানার সাব ইন্সপেক্টর নুরুজ্জামান।
গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে হাজির হয়ে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন নিউ লাইফ ফাউন্ডেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফাতেমা আকতার।
সাংবাদিকগণ হলেন দৈনিক করতোয়া পলাশবাড়ী প্রতিনিধি মনজুর কাদির মুকুল, মানবজমিন প্রতিনিধি সিরাজুল ইসলাম রতন ও আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোটার আল কাদরি কিবরিয়া সবুজ।
মামলার অন্যান্য আসামীরা হলেন শিহাব শাহরিয়ার, আব্দুস সালাম, তৌহিদুল ইসলাম, রিফাত সরকার, মোস্তফা মন্ডল, দেলোয়ার হোসেন সাঈদী, ও নজরুল ইসলাম।