সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ কোম্পানী নেসকোর গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার সংযোগ এর প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলন। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় মানববন্ধন করা হয়।
এসময় জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আহ্বায়ক তারেক হাসান সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব নাজমুল হোসাইন, সদস্য রফিক উদ্দিন, মাসুমা বেগম, আবু তাহের, নুর মোহাম্মদ প্রমুখ।
মানবন্ধনে বক্তব্য জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের এই প্রকল্প বাতিলসহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবিতে জানানো হয়েছে। দাবি মানা না হলে বিদ্যুৎ কোম্পানী নেসকোর অফিস ঘেরাও করার হুশিয়ারি দেওয়া হয়েছে।