পুঠিয়ার সড়কে ঝরল স্বামী-স্ত্রী-শ্যালিকার প্রাণ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়া শিবপুর এলাকায় ফিড মিলের সামনে অজ্ঞাত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর শ্যালিকাসহ তিনজন নিহত হয়েছে।
নিহত তিন মোটোরসাইল আরোহীরা হলো-পুঠিয়া পৌর এলাকার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর দুই মেয়ে ফাতেমা বেগম (২৭) ও ছোট বোন জুথী খাতুন (২১) এবং ফাতেমা বেগমের স্বামী বানেশ্বর ইউনিয়নের ভাড়োড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (৩২)।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার ১৫ মিনিটের দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের উপজেলার শিবপুর ফিড মিল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার দুপুরের মোটোরসাইকেল যোগে আবু হানিফ তার স্ত্রী ফাতেমা বেগম ও শ্যালিকা জুথীকে নিয়ে রাজশাহীতে মার্কেট করতে যাচ্ছিলেন। পথে মধ্যে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ইউনিয়নের শিবপুর ফিড মিল নামক স্থানে পৌঁছানো মাত্রই বিপরীতগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় অজ্ঞাত বাসটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পাবা হাইওয়ে থানা পুলিশ গুরুতর জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করে। রামেক হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনজন মারা যায়।
শিবপুর ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। রামেক হাসপাতালের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।