নীলফামারীতে সড়ক ও রেল পথে নিহত-৩
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
নীলফামারী জেলার ডোমার ও সৈয়দপুর উপজেলায় সড়ক ও রেল পথে তিনজনের মৃত্যু হয়েছে। নীলফামারী সদর থানার ইনচার্জ এমআর সাঈদ জানান,পুলিশের সুত্রমতে:সোমবার (৯ ডিসেম্বর) সকালে নীলফামারী শহরের গাছবাড়ী রেল-ক্রসিংয়ে সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চাকায় কাঁটা পড়ে বিমল চন্ত্র রায় (৬০)এর মুত্যু হয়।তার বাড়ী নীলফামারী শহরের বাইপাড়া এলাকার বাতাসু বর্মণ রায়ের ছেলে।
নিহতের পরিবার জানান.সে বিমল দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভোগছেন।অপরদিকে নীলফামারী -সৈয়দপুর সড়কে ইকু জুটমিল নামক স্থানে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (১৭) নামক এক কিশোর ঘটনাস্থালে মারা যায়।তার বাড়ী সৈয়দপুর চৌমুহনী এলাকার মৃত: আব্দুল মালেকের ছেলে।এদিকে ডেমার উপজেলার গোমনাতি-ডোমার সড়কের কালার মোড় দু’টি মোটরসাইকেলের মুখো-মুথি সংঘর্ষে বুলবুল ইসলাম (২৬) এক যুবকের মৃত্যু হয়।তার বাড়ী ডেমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদার ইসলামের ছেলে।সড়ক ও লেল পথে মৃত্যু বরনকারীদের সংশ্লিষ্ট থানায় পুলিশ আইনী প্রক্রিয়ার শেষে নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্ত করেছে করা হয়েছে।