গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র গুইবিল বিওপির একটি বিশেষ টহলদলের বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়কের দিক নির্দেশনায় চুনারুঘাট গুই বিল বিওপির একটি বিশেষ টহলদল সোমবার (২ ডিসেম্বর) ৮ টার দিকে চুনারুঘাটের পূর্ব ইকরতলি নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজা ও ৪ টি বিভিন্ন প্রকার ব্যাগ এবং ১টি সিএনজি সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের মিঠামইন থানার ঘাগড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মো: মাসুদ মিয়া (৩৬) এবং চুনারুঘাটের গুচ্ছগ্রামের রাসেল মিয়ার স্ত্রী মিনারা খাতুন (১৮)। এসময় আরেকজন মাদক কারবারি বিজিবি’র টহল দলের টের পেয়ে চুনারুঘাটের সাদ্দাম বাজারের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো: সেলিম মিয়া (৪০) পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি জানান, গ্রেফতারকৃত আসামীদের মাদক এবং সিএনজি সহ এবং পলাতক ব্যাক্তিকে পলাতক আসামী করে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আরও জানান, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।