সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নারী মাদককারবারি গাঁজাসহ গ্রেপ্তার
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রেজাউল হক খানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের এক দল মাধবপুর থানাধীন এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের পরমানন্দ পুর গ্রামের শামসুল হকের বসত বাড়ির সামনে রাস্তার উপর ১২ কেজি গাঁজা সহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মাদক কারবারী আমেনা আক্তার (৪৫) হলো পরমানন্দ পুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।