আদমদীঘিতে ডাকাত দলের ৩ সদস্য আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে ইউনিয়নের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃ ডাকাত দলের তিন সদস্যকে ডাকাতি সরঞ্জামাদীসহ আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯) বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চৌমুহনী বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামাণিকের ছেলে নয়ন ইসলাম (২৫) এবং বগুড়া জেলার সদর থানার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নূর আলম (২৪)
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি চলছে গোপনে এমন খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় নিতজনকে আটক করি। অজ্ঞাত আরো কয়েক পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে হাসুয়া, লাঠি, রশি এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।