ডোমারে মীম টেলিকমে চুরি, আটক ২
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারের আলোচিত মিম টেলিকমের দুর্ধর্ষ চুরির ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের আটক করা হয়েছে শেরপুর ও কুমিল্লা থেকে।
গত ২ অক্টোবর ডোমার বাজারের শাহাপাড়া রোড়ের মিম টেলিকম নামের একটি মোবাইল ফোন শোরুম থেকে প্রায় ৩০০টি স্মার্টফোন চুরি হয়। অনুমানিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৯০ লাখ টাকা।
আরও পড়ুন : নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইর পথ খুলল
এ ঘটনায় ভুক্তভোগী মো. রিপন হক ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। মামলা গ্রহনের পর ডোমার থানা থেকে তদন্তকারী কর্মকর্তা এসে ঘটনা পর্যবেক্ষন করেন এবং আশেপাশে সকল সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। সকল ফুটেজ পরযবেক্ষন শেষে কয়েকটি ফুটেজ ও ছবি ডোমার থানার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন এবং অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ছবি ও ভিডিওগুলো প্রকাশের অনুরোধ করেন।
এই পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত চলাকালীন ডোমার থানার সর্বশেষ তথ্যমতে, চোর চক্রের দুই সদস্যকে দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে আটক করা হয়।
আরও পড়ুন :সমস্যার সমাধান ব্যবসায়ীদের ধরলেই হবে না
রিপন মিয়া জানান,ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে তার এক কর্মচারী দোকান খুলতে গিয়ে শাটার ভাঙা দেখতে পায়। পরে আমি দোকানে এসে দেখতে পাই প্রায় তিনশ স্মার্টফোন চুরি হয়েছিল।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ডোমার থানা পুলিশ প্রেস ব্রিফিং এর মাধ্যমে আসামী দু’জনের পরিচয় নিশ্চিত করেন। এরমধ্যে একজন মোঃ কামাল হোসেন(৩০), অপরজন হলো- মো: বাশির হোসেন বশির। তাদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন ডোমার থানার অফিসার ইন চার্জ আরিফুল ইসলাম।