রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা ও দোয়া আয়োজনের মাধ্যমে এই দিবসটি উদযাপন করা হয়।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর নের্তৃত্বে র্যালিটি নগরীর লক্ষ্মীপুরস্থ নিরাপদ সড়ক চাই এর কার্যালয় থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর প্রদক্ষিণ করে সিএন্ডবি’র মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। রেলী শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভা ও মরহুমা জাহানারা কাঞ্চনের ৩১তম মৃত্যু বার্ষিকীসহ সড়কে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আলোচনা শেষে ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি দেওয়ান একরামুল হক বাচ্চু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মইনুল হক, সাবান আলী দিলীপ, প্রকাশনা সম্পাদক এম. এ. আওয়াল টিটু, মহিলা বিষয়ক সম্পাদক জামিলা আফসারী আলম প্রীতি, কার্যকরী সদস্য ডা. মনিরুল হক, ড. মো: সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, দেলোয়ারা সাইদা, ইউনুস আলী, সবুজ আলী, রুবেল আলী প্রমুখ।
রেলী পরিচালনা করেন নিসচা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমানুল্লাহ বিন আখতার আবিদ, আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু এবং দোয়া পরিচালনা করেন কার্যকরী সদস্য আবু তালেব।