বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে ডিসি-এসপির সঙ্গে মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বগুড়া জেলার ডিসি, এসপির সঙ্গে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব হোসনা আফরোজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট, বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব জেদান আল মুসা।
আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন সহ বগুড়া জেলা, উপজেলা, সুজনের নেতৃবৃন্দ, মহোদয় গণ সবাইকে নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
আইনশৃঙ্খলা বাহিনী এই পূজাকে ঘিরে সজাগ দৃষ্টি রাখবে বলে তিনি জানান। সুজনের সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন বলেন আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর সঙ্গে মতো বিনিময় করেছি এটা ফলপ্রসু হয়েছে বলে মনে করি। জেলার হিন্দু সম্প্রদায়ের শারদীয় পূজা উপলক্ষে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সঙ্গে বগুড়ার আইনশৃঙ্খলা যানজট সামাজিক সংগঠন অনিয়ম-দুর্নীতির বিষয়গুলি উঠে এসেছে। আজকের মতবিনিমের মধ্য দিয়ে আমাদের এতদিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিছুটা হলেও পৌঁছাতে সক্ষম হয়েছি। তাই সকল নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ রইলো আপনারা কাল বিলম্ব না করে বগুড়া সুশাসন আন্দোলনের লক্ষ্যে দ্রুত করনীয় পদক্ষেপের ব্যাপারে সচেতন হন ও বগুড়া জেলা বাসীকে সচেতন করার আহ্বান জানাচ্ছি।
বিশেষ করে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আসংখ্যা রয়েছে সেইসব উপজেলার নেতৃবৃন্দকে অনুরোধ জানানো যাইতেছে আপনারা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এমন জায়গা চিহ্নিত করে স্থানীয় উপজেলা প্রশাসন ও ওসি কে অবগত করা হবে। সুজনে সাজাহানপুর উপজেলার আর এক নেতা বলেন প্রয়োজনে সুজনের সদস্যদের নিয়ে সাথে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সুশাসন আন্দোলনে সম্পৃক্ত করা হবে, এদেশের সামনে আরো অনেক বড় বড় চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে।