টাঙ্গাইলে প্রার্থী ঘোষণার দাবিতে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন দ্রুত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে টাঙ্গাইল শহীদস্মৃতি পৌর উদ্যান থেকে এ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে গিয়ে সমাবেশে রূপ নেয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, তাতী দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হলেও সদর আসন এখনো বঞ্চিত। তারা টাঙ্গাইল সদর আসনের স্থানীয় প্রার্থী হিসেবে দ্রুত মনোনয়ন ঘোষণার দাবি জানান।
উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতে মনোনয়ন ঘোষণা করে, তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

























