শরণখোলায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন-সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
ঢাকায় বেসরকারী শিক্ষকদের সমাবেশে হামলার প্রতিবাদ এবং তিন দফা বাস্তবায়নের দাবিতে শরণখোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) ১১টায় উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তার মোড় এলাকায় বেসরকারী স্কুল ,মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা এ কর্মসূচী পালন করেন।
গত ১২ সেপ্টেম্বর সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহা-সমাবেশ করেন। ওই সমাবেশে উপস্থিত সম্মানিত শিক্ষকদের ওপর পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়। ওই ঘটনার পর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচী পালিত হচ্ছে।
শরণখোলা শিক্ষক সমিতির ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া, মাতৃভাষা কলেজের প্রভাষক ফারুক আহমেদ, তাফালবাড়ী স্কুল এন্ড করেজের প্রভাষক আ. মালেক রেজা, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, মীর আবুল কালাম, শিক্ষক নেতা মাওলানা নুরুল আমিন, সহকারী শিক্ষক এটিএম কামাল হোসেন, মাওলনা মনিরুজ্জামান, মো. বেল্লাল হোসেন, আবিদুর রহমান ও আল-আমিন প্রমুখ।
বক্তরা বলেন, যাদের কাঁধে জাতি গঠনের দায়িত্ব সেই শিক্ষকরাই আজ সবচেয়ে অবেহিত এবং বঞ্চিত। আমাদের বাড়িভাড়া হিসেবে এক হাজার টাকা দেওয়া হয়। যা দিয়ে বস্তিতেও এখন ঘর ভাড়া পাওয়া যায় না। আমাদের এই যৌক্তিক দাবির আন্দোলনে সরকার পুলিশ দিয়ে প্রতিহত করার অপচেষ্টা করছে। হামলায় জড়িত সকল পুলিশকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের সকল ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা ঢাকায় গিয়ে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে।





















