সংবাদ শিরোনাম ::
ইসি সচিব আখতার
এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, এনসিপিকে বিকল্প চাহিদা চেয়ে চিঠি দিয়েছে ইসি। তারা না জানালে কমিশন স্বীয় সিদ্ধান্ত নেবে। এছাড়া গণভোট হবে কী হবে না তা এখনো নির্বাচন কমিশনে উপস্থাপন হয়নি বলেও জানিয়েছেন তিনি।
প্রবাসীদের ভোটের বিষয়ে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটারদের তথ্য হালনাগাদের জন্য ১১টা দেশে কার্যক্রম চালু আছে। আরও ৮টা দেশে শুরু হবে হবে। প্রথমে ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান। পরবর্তীতে বাহারাইন স্পেনসহ আরও ৪টি দেশে কার্যক্রম শুরু হবে।






















