শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মাধবপুরে কর্মবিরতি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রেসক্লাব প্রাঙ্গণে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও চলছে কর্মবিরতি।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। এতে অনেক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।
শিক্ষক নেতারা অভিযোগ করেন, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া পূরণের পরিবর্তে সরকার দমননীতি অবলম্বন করছে, যা শিক্ষকদের মর্যাদার পরিপন্থী। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় শিক্ষক সমাজ জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।





















