আইপিএলে নয়া ইতিহাস
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
আইপিএল মানেই নতুন কিছু। চলতি আসরে আইুপএলে নয়া ইুতহাস রচিত হলো। ১২০ বলে ২৭৭ রান। দল হিসাবে সর্বোচ্চ রান তুললো সানরাইজার্স হায়দরাবাদ।
বুধবার (২৭ মার্চ) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝড়ো ব্যাটিং করে নতুন ইতিহাস গড়লো অরেঞ্জ আর্মি। হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মার দাপটে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ স্কোর দাঁড় করালেন তারা।
এর আগে আইপিএলে সবচেয়ে বেশি রানের নজির ছিল আরসিবির। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে সেই ম্যাচে একাই ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। নেই সময় ইউনিভার্স বসের তাণ্ডবে ২৬৩তে থেমেছিল বিরাট কোহলির দল। এবার সেই রেকর্ড ম্লান করে দিলো হায়দরাবাদ। এদিনের ম্যাচে জ্বলে উঠলেন দলের প্রত্যেক ব্যাটার। শেষ পর্যন্ত ২৭৭ রানের পাহাড়ে গিয়ে থামলেন ক্লাসেন, এইডেন মার্করামরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরেছিল দুই দলই। ছন্দে ফিরতে মরিয়া ছিল মুম্বই আর হায়দরাবাদ। ঘরের মাঠে টসে হেরে ব্যাট করতে নামে অরেঞ্জ আর্মি। প্রথম ওভারে বেশ ভাল বল করেন মুম্বইয়ের তরুণ তারকা। ১৭ বছরের কুয়েনা এমফাকা। দ্বিতীয় ওভারে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বল করতে এলেই পালটে যায় সেই চিত্র। অজি ব্যাটার ট্র্যাভিস হেড আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন। ওখানেই লেখা হয়ে যায় মুম্বই বোলারদের ভাগ্য। হায়দরাবাদের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকিয়ে ২৪ বলে ৬২ রান করে ফিরেন তিনি। মিনিট কয়েকের মধ্যে ফের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দ্রুততম ৫০। এবার তরুণ তারকা অভিষেক শর্মা ২৩ বলে হাকালেন ৬৩ রান।
এরপরও কমেনি হায়দরাবাদের রানের গতি। ক্লাসেন নেমেই ছক্কা হাঁকালেন। শেষ পর্যন্ত ৭ ওভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। মাত্র ৩৪ বলে ৮০ করে অপরাজিত থাকেন তিনি। মার্করাম আগ্রাসী ব্যাটিং না করলেও ২৮ বলে ৪২ করেন। সবশেষে ২৭৭ পর্যন্ত পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ।