https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩

৫৫ ঘণ্টায় ১৬ যানবাহনে আগুন

বাংলা টাইমস্
নভেম্বর ১৬, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ । ৯ জন
Link Copied!

৫৫ ঘণ্টায় সারাদেশে অন্তত ১৬টি যানবাহনে আগুন দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা, ১টি ট্রেন পুড়ে যায়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১.০৫ মিনিটে সবুজবাগ, মুগদায় ১টি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়, রাত ৮.২৫ মিনিটে নবাবের বাগ উওরপাড়া, বেরিবাদমিরপুর ১, মানারাত ইন্টারন্যাশনাল ইনভারসিটির দুটি বাসে আগুন দেয়া হয়। রাত ৯.২৮ মিনিটে মিরপুর ১০ বিআরটিসির ১টি বাসে আগুন লাগার ঘটনা ঘটে, রাত ১১.০৩ মিনিটে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগরে শুকতারা পরিবহনের ১টি বাসে আগুন দেয়া হয়।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬.৩৫ মিনিটে মিরপুর ১১ তে মোহনা নামে ১টি বাসে আগুন দেয়া হয়, সন্ধ্যা ৬.০৫ মিনিটে নয়া বাজার, বনপাড়া, নাটোর, ১টি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। রাত ৮.৪৩ মিনিটে দাশপাড়া, শাহপরান, সিলেট সদরে ১টি লেগুনাতে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত ৮.৫৫ মিনিটে শাকপালা, বগুড়া সদর, ১টি কাভার্ড ভ্যানে আগুন লাগে, রাত ১০টায় দোহার বাজার, দোহার, ১টি ট্রাকে আগুন লাগে, রাত ১০.৫০ মিনিটে খুলশি, ওয়াসার মোড়, চট্টগ্রাম, ২টি বাসে আগুন দেয়া হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১২টায় বগুড়ার শেলপুরের মহিপুর নামক স্থানে ১টি ট্রাকে আগুন দেয়া হয়। রাত সাড়ে ১২টায় ঝালকাঠির কলেজ মোড়ে ১টি লেগুনায় আগুন লাগে। রাত ১২.৫০ মিনিটে বগুড়া সদরের জয়বাংলাহাট নামক স্থানে ১টি ট্রাকে আগুন লাগে, রাত ১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে ১টি মিনি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। রাত ৩টার দিকে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার নামের ট্রেনে আগুন দেয়া হয়। রাত ৩.৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ১টি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে।