https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩

৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল

বাংলা টাইমস্
নভেম্বর ২৩, ২০২৩ ৪:৪৩ পূর্বাহ্ণ । ৯৩ জন
Link Copied!

৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। বুধবার (২২ নভেম্বর) রাতে এই ভূমিকম্প আঘাত হানে।এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের মাকওয়ানপুরের চিতলাং গ্রাম। রাত ১টা ২০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর আগে ৩ নভেম্বর নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৫৭ জনের মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভৌগলিক অবস্থানের কারণেই নেপাল ভূমিকম্পের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। নেপালের অবস্থান দুটি বৃহদাকার টেকটোনিক প্লেটের সীমানায়। প্লেট দুটির নাম ইন্দো-অস্ট্রেলিয়ান এবং এশিয়ান প্লেট। এ দুটি প্লেটের সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা।

নেপাল যে দুটি প্লেটের ওপর দাঁড়িয়ে আছে, সে দুটি প্লেট প্রতি বছর ৫ সেন্টিমিটার হারে একে অপরের দিকে ধাক্কা দিচ্ছে। এটি খুব বড় ধরনের ধাক্কা না হলেও ধীরে ধীরে শক্তি জমা হয় এবং এক সময় বড় ধরনের সংঘর্ষ তৈরি করে। তখন তীব্র ভূমিকম্প অনুভূত হয়।

নেপালে বারবার ভূমিকম্প আঘাত হানার এটিই প্রধান কারণ। এ কারণেই পৃথিবীর ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি নেপাল।