https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩

৩০ আসনে একক প্রার্থী দিবে ওয়ার্কার্স পার্টি

বাংলা টাইমস্
নভেম্বর ১৭, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ । ১ জন
Link Copied!

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে রাজনৈতিক দলগুলো। কোন কোন দল জোটগতভাবে নির্বাচনের মাঠে লড়াই করবে। আবার কোন দল এককভাবে প্রতিদ্বদ্বিতা করবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে দিবে। দলটি এরই মধ্যে প্রার্থিতাও চূড়ান্ত করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছ।

দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দলটি শুক্রবার থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু করেছে।

বৈঠকে বলা হয়, সাম্রাজ্যবাদী, বিএনপি-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের সব দল তাদের লড়াই-সংগ্রাম অব্যাহত রয়েছে। তাই এবারের নির্বাচনে ১৪ দলের ঐক্য ও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই ১৪ দলকে আরও দৃশ্যমান করা ও ১৪ দলের মধ্যে আসন বণ্টন করে প্রার্থীদের এখনই মাঠে নামিয়ে দিতে হবে।