সংবাদ শিরোনাম ::
২৬ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ২৬ দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।
জানা গেছে, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ছুটি থাকবে। ১৯ ও ২০ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ২১ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।
তথ্যমতে, প্রাথমিক বিদ্যালয়ে ২১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা চালু ছিল। ২২ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। ২১ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৫ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। মাদ্রাসায় ২২ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে।