https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩

২৪ ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

বাংলা টাইমস্
নভেম্বর ২০, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ । ৫ জন
Link Copied!

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন রাজধানীর এবং ২ জন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৪ জনে।

সোমবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্‌ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯৭ জন নতুন রোগী। এদের মধ্যে রাজধানীর হাসপাতালে ২৮৬ জন এবং ঢাকার বাইরে ৯১১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩ লাখ ২ হাজার ৪৫২ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৬৫৩ রোগী।

এদিকে একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮৮ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৯৬ হাজার ২৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।