২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্টু গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চম্পকনগর ক্যাম্প পুলিশ। গ্রেপ্তার মাক ব্যবসায়ীর নাম-কামরুল ইসলাম মান্টু (৩৭)। তিনি উপজেলার কালাছড়া এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১১টায় বিজয়নগর উপজেলার মহেষপুরের আউলিয়া বাজার টু সিঙ্গারবিল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আসাদুল ইসলাম এর সতত্যা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব,মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার এবং (সদর সার্কেল) মো: বিল্লাল হোসেন পিপি এম মহোদয়ের দিকনির্দেশনায় বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে চম্পকনগর পুলিশ ক্যাম্পের এএসআই ইব্রাহিম মিয়া সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম মান্টুকে গ্রেপ্তার করা হয়।