ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

হোটেল জাবিরে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর করণীয়সহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা বিএনপি। রোববার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা বিএনপির অনান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরে হোটেল জাবিরে আগুন দেয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। ৫ আগস্ট (সোমবার) আওয়ামী লীগ সরকারের পতনের পর যশোরে হিন্দু সম্প্রদায়সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিয়েছে। তারপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এটি ১৭ বছরের অত্যাচার নির্যাতনের প্রতিক্রিয়া। বিএনপির হাতেতো প্রশাসনিক ক্ষমতা নেই যে, চাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। তারপরও চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, যশোর শহরে ৫ আগস্ট রাত থেকে ভোর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের একজনের বাড়ি পাহারা দেয় বিএনপির লোকজন। সেই ব্যক্তিও শনিবার মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেয়। কেবল তাই না, সমাবেশে অংশ নেয়া অনেকেই তাকে ফোন করে বলেছেন, তাদের ভুল বুঝিয়ে নেয়া হয়েছে।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, হোটেল জাবিরে আগুন ধরার পর অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে উদ্ধার অভিযান, জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এখনো দুইটি ওষুধের দোকান থেকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ঘটনার দিন জেনারেল হাসপাতালের সুপারকে হাসপাতালে এসে চিকিৎসা সেবার ব্যবস্থা করতে বলা হলেও তিনি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আসেননি।

এ সময় দ্রুতই যশোরে বৈধ অস্ত্র জমা নেয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, আনিছুর রহমান মুকুল, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

হোটেল জাবিরে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর করণীয়সহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা বিএনপি। রোববার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জেলা বিএনপির অনান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরে হোটেল জাবিরে আগুন দেয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। ৫ আগস্ট (সোমবার) আওয়ামী লীগ সরকারের পতনের পর যশোরে হিন্দু সম্প্রদায়সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিয়েছে। তারপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এটি ১৭ বছরের অত্যাচার নির্যাতনের প্রতিক্রিয়া। বিএনপির হাতেতো প্রশাসনিক ক্ষমতা নেই যে, চাইলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। তারপরও চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, যশোর শহরে ৫ আগস্ট রাত থেকে ভোর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের একজনের বাড়ি পাহারা দেয় বিএনপির লোকজন। সেই ব্যক্তিও শনিবার মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেয়। কেবল তাই না, সমাবেশে অংশ নেয়া অনেকেই তাকে ফোন করে বলেছেন, তাদের ভুল বুঝিয়ে নেয়া হয়েছে।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, হোটেল জাবিরে আগুন ধরার পর অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে উদ্ধার অভিযান, জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এখনো দুইটি ওষুধের দোকান থেকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ঘটনার দিন জেনারেল হাসপাতালের সুপারকে হাসপাতালে এসে চিকিৎসা সেবার ব্যবস্থা করতে বলা হলেও তিনি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আসেননি।

এ সময় দ্রুতই যশোরে বৈধ অস্ত্র জমা নেয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মোহাম্মদ ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, গোলাম রেজা দুলু, সিরাজুল ইসলাম, আনিছুর রহমান মুকুল, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।