https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩

হরতাল-অবরোধের প্রতিবাদে সড়কে শিক্ষার্থীরা

বাংলা টাইমস্
নভেম্বর ২১, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ । ৬ জন
Link Copied!

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় একযোগে মাঠে নামে শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেয় ১৫টি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর মধ্যে কোনো স্কুল/কলেজ প্রতিষ্ঠানের সামনে আবার কেউ প্রতিষ্ঠান সংলগ্ন মূল সড়কের পাশে মানববন্ধনে দাঁড়িয়েছে।

‘আমরা ক্লাস করতে চাই’, ‘সময়মতো পরীক্ষা দিতে চাই’, ‘নিরাপদ শিক্ষা জীবন চাই’, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা গেছে শিক্ষার্থীদের।

তেজগাঁও মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। নির্ভয়ে শিক্ষার্থীরা ক্লাসে থাকতে চায়, নিরাপদে পরীক্ষা দিতে চায়। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের এই আহ্বান থাকবে।