https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

হরতাল, অগ্নিসংযোগ, অবরোধের প্রতিবাদে বিক্ষোভ

বাংলা টাইমস্
নভেম্বর ১৫, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ । ১ জন
Link Copied!

বিএনপি-জামায়াত এর অবৈধ হরতাল, অগ্নিসংযোগ ও অবরোধ এর প্রতিবাদে “বিক্ষোভ মিছিল করেছে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ। বুধবার(১৫ নভেম্বর) দুপুরে আটঘরিয়া উপজেলা আওয়ামী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে তিনরাস্তা মোড়ে এক প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এসময় পথসভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিন হোসেন চঞ্চল প্রমুখ।

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ,

মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা নাসিম, বাঁধন সহ বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।