https://bangla-times.com/
ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩

হরতালের আগের রাতে রাজধানীতে বাসে আগুন

বাংলা টাইমস্
নভেম্বর ১৮, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ । ৬ জন
Link Copied!

হরতালের আগের রাতে শনিবার (১৮ নভেম্বর) রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর গুলিস্তানে মেয়র হানিফ উড়ালসড়কে আরও একটি যাত্রাবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পায় তারা। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই তা নিভিয়ে ফেলে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর গুলিস্তানে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

এদিকে টানা ৪৮ ঘণ্টার হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছে মালিক সমিতি।