সংবাদ শিরোনাম ::
স্বর্ণের ভরিতে কমেছে তিন হাজার ১৩৮ টাকা
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভরি প্রতি কমেছে ৩ হাজার ১৩৮ টাকা। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন দাম মঙ্গলবার বিকেল ৪টা থেকে কার্যকর।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ১০ হাজার ৯৯৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ৯৫ হাজার ১৪৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৫৮৬ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তীত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের রুপার ভরি এক হাজার ৭১৫ টাকায় কেনাবেচা হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।