স্বরূপকাঠির নৌকা যাবে জার্মানিতে
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘরে নির্মিত কাঠের নৌকা যাবে জার্মানিতে। প্রথম চালানে যাবে ১০টি নৌকা। জার্মানির এক নাগরিক ওই এলাকায় এসে বিভিন্ন ধরনের তৈরী নৌকা দেখে ১০টি নৌকার অর্ডার দিয়েছেন আজিজুল হককে।
আজিজুল হক জানান, তিনি ৩০ বছর যাবত বর্ষাকাল আসার আগে ডিঙি ও টালাইর নৌকা বানান। কয়েকদিন আগে জার্মানির এক ভদ্র লোক এসে ১০টি নৌকা তৈরীর আদেশ দিয়েছেন। এই প্রথম তার নির্মিত নৌকা বিদেশে যাবে। এর আগে ওই এলাকার কেউ বিদেশে পাঠানোর জন্য নৌকা বানানোর আদেশ পায়নি। প্রতিটি নৌকার দাম নির্ধারিত হয়েছে ১০ হাজার টাকা।
এরপর হয়তো আরও ২০টি নৌকা যাবে। সব নৌকাই নির্মিত হবে মেহিগিনি কাঠ দিয়ে। তবে পরের ২০টি বিভিন্ন ডিজাইনের হবে।
জার্মানির নাগরিকের সাথে বরিশালের একজন এসেছিলেন। তিনি প্রতি সপ্তাহেই এসে নৌকা নির্মানের কাজের অগ্রগতি দেখে যাচ্ছেন।
আজিজুল হক আরও বলেন, এসব নৌকা নদী বা খালে চলবে না। এসব দিয়ে বসার সৌখিন আসন বানানো হবে।